আটকে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করছে ভারত

India-launches-helpline-number-for-stranded-Indians


ঈশিতাসাহা : বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র  ছুড়ছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের কয়েকশ সেনা ইতিমধ্যে নিহত হয়েছে। এরই মধ্যে ইউক্রেনও  দাবি করল, রাশিয়ার পাঁচটি বিমানকে গুলি করে নামিয়েছে তারা। ইতিমধ্যে G-7 গোষ্ঠী ভুক্ত দেশ গুলির মধ্যে ভার্চুয়াল মিটিং শুরু হয়ে গেছে।

এমন অবস্থায় যেসব ভারতীয়রা আটকে পড়েছেন তাদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ভারত। নম্বরগুলি হল, 1800118797 (Toll free), +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905 । 

প্রভাব ফেলল যুদ্ধ! এক নিমেষে বিপুল পতন ভারতীয় শেয়ার বাজার সেনসেক্সে, ক্ষতির মুখে টাটা

পাশাপাশি ভারতীয় দূতাবাস কিয়েভের পশ্চিমাঞ্চল থেকে আগত ভ্রমণকারী আটকে পড়া নাগরিকদের অস্থায়ীভাবে তাঁদের নিজ নিজ শহরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'কিয়েভের পশ্চিম অংশ থেকে ভ্রমণকারীদের সহ যাঁরা ইউক্রেনের রাজধানীতে এসেছেন, তাঁদের সকলকে অস্থায়ীভাবে নিজ নিজ শহরে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইউক্রেনে বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের!

একটি বিবৃতি দিয়ে কিয়েভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, আটকে পড়া নাগরিকরা যেন শান্তি বজায় রাখেন।সেই সঙ্গে বলা হয়েছে, তাঁরা যেখানেই থাকুন না কেন যেন নিরাপদে থাকেন।কিয়েভের ভারতীয় দূতাবাস বলেছে,'অনুগ্রহ করে শান্ত থাকুন এবং আপনি যেখানেই থাকুন না কেন, তা আপনার বাড়িতে, হোস্টেল, আবাসন বা ট্রানজিটেই হোক না কেন নিরাপদ থাকুন।'

Post a Comment

Previous Post Next Post