প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌর এলাকার ১৭ নাম্বার ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর ফ্লেক্স ছেঁড়া অবস্থায় দেখতে পান তার কর্মী সমর্থকরা। তারপর প্রার্থী নিজের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ করতে দ্বারস্থ হয় বনগাঁ থানায়, লিখিত অভিযোগ করেন বিরোধী পক্ষ তৃণমূলের বিরুদ্ধে।
এই প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য বলেন, ফ্লেক্স না ছিঁড়ে মানুষের সেবা করুক তাহলে ভালো হবে। ফ্লেক্স ছিঁড়ে কিছু হবে না। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বনগাঁ ১৭ নাম্বার ওয়ার্ডের প্রার্থী প্রীতি কণা মন্ডল। তিনি বলেন, আমরা সন্ত্রাসে বিশ্বাস করিনা। তিনি অস্বীকার করে বলেন আমার বাড়ির সামনে কংগ্রেস তাঁর ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছে তাতে কি আছে।
BONGAON MUNICIPAL ELECTION : "মানুষ পৌর-পরিষেবা বাড়িতে বসেই পাবেন" বিজেপি প্রার্থী : দেবদাস মণ্ডল
অন্যদিকে, তৃনমূলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ফের পাল্টা অভিযোগ বিজেপির তৃণমূলের বিরুদ্ধে। পৌর নির্বাচন ঘোষণা হতেই তৃণমূল বিজেপির অভিযোগের পাল্টা অভিযোগ সরগরম হয়ে উঠেছে গোটা বনগাঁ জুড়ে। তবে নির্বাচনের আগে ক্রমশই বাড়ছে ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ । প্রায় প্রত্যেকদিন এমন ছবি দেখা মিলছে বনগাঁ পৌরসভার কিছু কিছু ওয়ার্ডে। বৃহস্পতিবার ফের বনগাঁর দুটি ওয়ার্ডে ফ্লাক্স ছেরার ঘটনা ঘটে। ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তুলেছেন। অভিযোগও দায়ের করা হয়েছে বনগাঁ থানায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, রাতের অন্ধকারে ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছিল বেশ কিছু দিন আগে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। এবার বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি প্রার্থী দিপ্তেন্দু বিকাশ বৈরাগী জানান, আমি এই বিষয়ে বনগাঁ থানায় ও নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখনও এই বিষয়ে পদক্ষেপ নেননি তাঁরা। সব মিলিয়ে ফ্লেক্স ছেড়ার অভিযোগের সাথে পাল্টা অভিযোগ বনগাঁ পৌর নির্বাচনের প্রচারে সরগরম হয়ে উঠেছে।