প্রতিনিধি : পৌরভোটের দিন যতই এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রচারের পারদ। আগামী ২৭ শে ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভা নির্বাচন। বুধবার শতাধিক ঢাকঢোল পিটিয়ে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল।
এদিনের দল প্রচারে মূল ভাগে ছিলেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল এবং একাধিক মহিলা সমর্থনকারী প্রার্থীরাও ছিলেন। শতাধিক ঢাক বাজিয়ে বাঙালির শ্রেষ্ঠ কালচারকে তুলে ধরার মধ্য দিয়ে ভোটারদের আহ্বান জানানোর কথা বলেন বিজেপি।
নির্বাচনে ভোট লুট করার জন্য তৎপর হবে তৃণমূল : দেবজিৎ সরকার
প্রচারে ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস মন্ডল বলেন, "আগামী ২৭ তারিখ গণতন্ত্রের উৎসবে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।এই ওয়ার্ড মডেল ওয়ার্ড হবে।"
বীরভূমের অনুব্রত মণ্ডলের ঢাক বাজিয়ে প্রচারের প্রশ্নে দেবদাস মন্ডল জানান, অনুব্রত মণ্ডল কি করেছেন তা আমার জানা নেই। আমরা আজ ঢাক বাজিয়েছি বাংলার ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে।