ভোটের ছবি তুলতে গিয়ে প্রহৃত সাংবাদিক

Going-to-take-pictures-of-the-vote-the-at-ack-on-the-journalist


প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে ১০৮ টি পৌরসভায় নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটদান প্রক্রিয়া। বিভিন্ন জেলা থেকে অশান্তির ঘটনা উঠে আসছে। এবার চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনা উঠে আসল কলকাতা শহরে। সিপিএমের সঙ্গে তৃণমূলের হাতাহাতির ছবি ক্যামেরা বন্দী করার সময় আক্রান্ত সাংবাদিক। ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডে। চিত্র সাংবাদিকের নাম দীপঙ্কর দাস। 

আরও পড়ুন-- বনগাঁর পৌরভোটে ভোট লুটের আশঙ্কা বিরোধী থেকে শুরু করে শাসক দলের

জানা গিয়েছে,উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষ সকাল থেকেই অভিযোগ করছিলেন, তৃণমূল ভোট দিতে বাধা দিচ্ছে।আলিপুর মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা সিপিএম কর্মীদের ধাওয়া করেছেন বলে অভিযোগ।

আলিপুর ফ্রেন্ডস ক্লাবের সামনে তৈরি হয়েছে নির্বাচনী বুথ। সে দিকেই সাংবাদিকদের উপস্থিতিতে এগোচ্ছিলেন সিপিএম কর্মী সমর্থকরা।প্রার্থী সহ একাধিক ব্যক্তি ও সালোয়ার কামিজ পরা এক মহিলা পথ আটকান। প্রথমে সিপিএম কর্মী সমর্থকদের তাঁদের কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন-- পৌরভোটের আগেই বোমা আতঙ্কে উত্তপ্ত রাজ্যের দুই জেলা!

সিপিএমের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি শুরু হয়। সেই ছবি তুলতে গিয়ে চিত্র সাংবাদিক দীপঙ্কর দাসের ওপর হামলা চালান কয়েকজন দুষ্কৃতী। মাটিতে ফেলে কয়েকজন ২০-২৫ জন দীপঙ্কর দাসের ওপর হামলা চালান। লাথি, ঘুষি মারতে থাকেন। ক্যামেরাও ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post