প্রতিনিধি : দক্ষিণ চীন সাগরের উপর আধিপত্য স্থাপনে প্রথম থেকেই মরিয়া চীন, সে কথা অজানা নয়। নিজের প্রভাব বিস্তার করতে যেভাবে দিনের পর দিন SCS রিজিয়ন এর ওপরে মালিকানা তৈরি হচ্ছে তা চিন্তার কারণ সৃষ্টি করেছে আন্তর্জাতিক স্তরেও। সর্বোপরি জলপথে বাণিজ্যিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে এবার ভারতবর্ষ।
চিন বর্তমানে দাবি করছে, দক্ষিণ চিন সাগরের বুকে অবস্থিত "ফোর শা" নামে পরিচিত ছোট চারটি দ্বীপপুঞ্জের ওপর রয়েছে চীন দেশের এক "ঐতিহাসিক অধিকার"।আন্তর্জাতিকভাবে এই দ্বীপগুলো প্রাটাস দ্বীপপুঞ্জ, প্যারাসেল দ্বীপপুঞ্জ, ম্যাকলসফিল্ড ব্যাঙ্ক এলাকা এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ নামে পরিচিত হলেও চীনের জনগণের কাছে দ্বীপগুলো ডংশা কুন্ডাও, জিশা কুন্দাও, ঝোংশা কুন্ডাও এবং নানশা কুন্দাও নামে পরিচিত।
বনগাঁর ৯ জন সহ উত্তর ২৪ পরগণা জেলার ৬১ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস
এদিকে ভারত বিভিন্ন দেশের সাথে জলপথে বাণিজ্যের জন্য অনেকাংশে নির্ভরশীল দক্ষিণ চীন সাগরের ওপর। ফলে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধি ভারতের বাণিজ্যের উপরেও ছায়া ফেলতে পারে। একই সাথে চীনের এই পলিসি ভিয়েতনামের সাথে ভারতের বন্ধুত্বতেও বড়সড় বাঁধা সৃষ্টি করতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত বারংবার বাকি দেশগুলিকে SCS রিজিয়ন ব্যবহার করে নৌচলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে।
দলের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করলেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত
এক দশক আগেও এই অঞ্চলটি নিয়ে চীনের তেমন উত্তেজনা ছিল না। কিন্তু যখন চীন সমুদ্রের বিশাল সংখ্যক জাহাজে, ইট, বালু ও নুড়ি নিয়ে দক্ষিণ চীন সাগরে পৌঁছেছিল তার পর থেকে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। চীন একটি ছোট সমুদ্রের স্ট্রিপের চারপাশে বালু, নুড়ি, ইট এবং কংক্রিটের সাহায্যে বিশাল আকারে নির্মাণ শুরু করেছিল।