প্রতিনিধি : ফের মালদহে পথ দুর্ঘটনায় মৃত্যুর মুখে ঢলে পড়লেন এক দম্পতি সহ চারজন। মর্মান্তিক ঘটনাটি গতকাল রবিবার গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মূলত নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি হুরমুড়িয়ে ঢুকে পড়ে রাস্তার পাশে একটি বাড়িতে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের, চিকিৎসাধীন অবস্থায় মৃত আরও ১ জন।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবাশিস মণ্ডল (২৪), অনিক দাস (২৩) ও তাঁর স্ত্রী নেহা দাস(২২), সুব্রত শেঠ (২৫)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার গভীর রাতে সকলে মিলে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন।
বিশেষ নিবন্ধ : ফিরে দেখা আলো--- অশোক কুমার হালদার
এলাকাবাসীর দাবি, অত্যন্ত বেগেই গাড়িটি চালাচ্ছিলেন ড্রাইভার, এদিকে গভীর রাতে কুয়াশা থাকার কারণে রাস্তার বাক বুঝতে পারেনি ফলে সেকারণেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশে একটি বাড়িতে। গাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৩ জনকে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন। তবে প্রাথমিক চিকিৎসার পরই সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বাকি দেহগুলিকে উদ্ধার করা হয়।
U19 World Cup 2022 Final, India vs England : ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ৫তম শিরোপা জিতল ভারত
সূত্রে খবর, রাজ্য সড়কের ওপর সব সময় পুলিশের নজরদারী থাকে। কিন্তু গতকাল গভীর রাতে কুয়াশার প্রকোপ অত্যাধিক থাকার কারণে কোনো রকমের পুলিশের টহলদারি ছিল না। এদিকে ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।