জানেন কি আজকের দিনটির গুরত্ব! ২২-০২-২০২২ চলবে শুধু দুইয়ের খেলা...

Do-you-know-the-importance-of-today-Only-two-games-will-be-played-on-22-02-2022


ঈশিতা সাহা : আজকের দিনের তারিখ মাথায় আছে! জানেন কি তার গুরত্ব, জানুন তবে আজ প্যালিনড্রোম ডেট। অর্থাৎ উল্টো আর সোজা সব দিক থেকেই এক এই তারিখ। এর পোশাকি নাম প্যালিনড্রোম। আজকের তারিখ ২২-০২-২০২২। এটি ২০২২ সালের প্যালিনড্রোম ডেট।  শব্দ আর সংখ্যাতত্ত্বের খেলায় যাঁরা মশগুল, প্যালিনড্রোম নামটি তাঁদের কাছে খুবই পরিচিত।

যুদ্ধের ডঙ্কা বাজতে পারে যখন তখন; পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

অনেকেই আবার এই দিনটিকে সৌভাগ্যের সঙ্গে যোগ করেন। ইন্ডিয়ানাপলিসের লাইফ পাথ নিউমারোলজি সেন্টারের সভাপতি ড্যানিয়েল হার্ড্ট এটিকে একটি '‌শক্তিশালী দিন'‌ হিসাবে অভিহিত করেছিলেন। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে বা পিছন থেকে পড়লে উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না।

এমন একটি দিন ফিরে আসে ২০০ বছর পর। ১১ বছর পরপর আসে ‘প্যালিনড্রোম ডেট’। এরকম তারিখ আবার আসবে ২০৩৩ সালের ৩ মার্চ।সংখ্যাতত্ত্ব অনুসারে ২২২ অত্যন্ত শুভ সংখ্যা। সম্পর্ক, ভারসাম্য ও এনার্জির প্রতিনিধিত্ব করে এই সংখ্যা। ২ সংখ্যার জাতকরা মানিয়ে নিতে পারেন, সমব্যাথী হন এবং সহযোগিতা করতে পারেন। আর ২২২ সংখ্যার প্রভাবে এনার্জি বহুগুণ বেড়ে যায়।

 

বিজেপি প্রার্থীদের ঝেটিয়ে বিদায় দেওয়ার নির্দেশ বনগাঁ জেলা সভাপতি আলো রানীর

আজকের দিনটি নিয়ে কিন্তু গণিত বিশারদরা বেশ কিছু গবেষণা করছেন। এমনকী বিশেষ দিন উপলক্ষ্যে রেস্তোরাঁ, পণ্যের দামের উপরও চলছে কিন্তু আকর্ষণীয় ছাড়।

Post a Comment

Previous Post Next Post