প্রতিনিধি : পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা, এরপরই সাঁইথিয়া বিজেপির দলীয় নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ওই বিজেপি নেতার বাড়িতে ব্যাপক হামলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিজেপির অভিযোগ ইচ্ছে করেই সন্ত্রাস ছড়াতে চাইছে তৃণমূল। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিকার এক দম্পতি সহ চার
সাঁইথিয়ার ১ নম্বর ওয়ার্ডের লাওতোর এলাকার বাসিন্দা বিজেপি নেতা বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ উদয় শঙ্কর বন্দোপাধ্যায়। এদিন দলের কাজেই বাইরে ছিলেন উদয়বাবু। সেইসময় তাঁর বাড়িতে আচমকা হামলা হয়। তার অভিযোগ, রবিবার রাতে আচমকা তাঁর বাড়িতে হানা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে বলে জানান তিনি। শুধু তাই নয়, বাড়ির দরজা-জানলাও ভেঙে দেয় দুষ্কৃতীরা। কোনোভাবে প্রাণে বাঁচেন উদয়বাবুর পরিবার। ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছেন সাঁইথিয়া এলাকাবাসী।
নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা, আহত চালক
বিজেপির দাবি, পৌর নির্বাচন ভোটে কোনও বিজেপি প্রার্থী যাতে দাঁড়াতে না পারে সেজন্য হামলা চালিয়ে এভাবে ভয় দেখানো হচ্ছে।গোটা ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, এভাবে বিজেপিকে রোখা যাবে না। বিজেপির আরও দাবি, এই সমস্ত হামলার নেপথ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁরই মদতে এসব হচ্ছে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি পরিবার।গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ।