ফের পুলিশের বড় সাফল্য, ফল বোঝাই ট্রাকে মিলল ১৬১ কেজি রূপোর গহনা, ৪৮০ মোবাইল ফোন!

Big-success-of-the-police-again-181-kg-silver-jewelry-460-mobile-phones-were-found-in-the-truck-loaded-with-fruits!


প্রতিনিধি : বুধবার বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের গাড়ি থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ।ঘটনার পরই ওই গাড়ির ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করে পুলিশ।

অবশেষে মোদীর শরণাপন্ন ইউক্রেন

এদিন ফল বোঝাই করা ওই ট্রাকটি রাজস্থান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পেট্রাপোল সীমান্তে এসেছিল। জানা গিয়েছে, এক্সপোর্ট এর জন্যেই গাড়িটি লাইনে দাঁড়িয়ে ছিল। সেই সময় উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকার সাব-ইন্সপেক্টর গণেশ বাবুর নেতৃত্বে ট্রাক সহকারে ড্রাইভারকে আটক করে। ধৃতদের নাম থাকরা রাম ও লাডা রাম। তৎকালীন সময়ে বনগাঁর এসডিপিও এসে ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রভাব ফেলল যুদ্ধ! এক নিমেষে বিপুল পতন ভারতীয় শেয়ার বাজার সেনসেক্সে, ক্ষতির মুখে টাটা

ট্রাকটির তল্লাশির পর ৫২ টি ফলের ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু'কোটি টাকা বলে জানা গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নিন..

আটক দুই ধৃত ব্যক্তিকে আজ কোর্টে রেফার করা হবে বলে জানান পুলিশ। পাশাপাশি আর কারা এই পাচারকাণ্ডে যুক্ত সে বিষয়ে খতিয়ে দেখবে পুলিশ।এদিনের সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার জানান, পেট্রাপোল থানা গোপন সূত্রে খবর পেয়ে এই বড়সড় সাফল্য পেয়েছেন আজ তারা।

Post a Comment

Previous Post Next Post