প্রতিনিধি : বনগাঁর নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়া ও বিজেপি প্রার্থীকে ঝেঁটিয়ে বিদায়ের নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি আলোরানী সরকার।। শনিবার রাতে একটি পথসভায় এমনই নির্দেশ প্রচার করেন তিনি।এরপর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে।
পৌর নির্বাচন কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা
শনিবার রাতে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ দাস এর সমর্থনে রাতে পথসভা চলছিল এলাকায়। ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, 'এদিন ১৪ নম্বর ওয়ার্ডে মাইক নিয়ে প্রথমে আমাকে উদ্দেশ্য করে আলোরানী সরকার তার কর্মীদের নির্দেশ দেন আমার হোল্ডিং ব্যানার ছিঁড়ে ফেলে দিতে। এরপরই আমাকে হুমকি দেন ২৭ তারিখ দেখে নেবেন বলে। পাশাপাশি এই ওয়ার্ডের মানুষদের বাড়িতে থাকতে বলে, তিনি বলেন ভোট করবো আমরা।'
ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
এদিনের পথসভাতে আলোরানি বলেন, বিজেপি প্রার্থীর বাড়িতে ভোট চাইতে গেলে ঝেঁটিয়ে বিদায় করে দেবেন। সেই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক চাপাউনতর নতুন শুরু হয়েছে বনগায়। নির্দল প্রার্থী কবিতা বালা এবিষয়ে বলেন, একজন জেলা সভাপতির কাছে এ ধরনের ভাষা আশা করিনি।
১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ বলেন, এটা ওনাদের অভিরুচি। বিজেপি দল এতে কান দেবে না। উনি তেমন ধরনের দলে আছেন, তেমন কথা বলেছেন।
আরও চীনের আধিপত্য একধাপ এগিয়ে বৃদ্ধি; এবার বাণিজ্যিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারত
বিজেপিকে ঝাঁটা মারার প্রসঙ্গে অভিযোগ স্বীকার করে বনগাঁ জেলা সভাপতি আলোরানি সরকার বলেন, যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের ভোগ করে এখন টিকিট না পাওয়ার নাম করে যেসব নির্দল প্রার্থী ভোট চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলেছি।
সম্পূর্ণ ভিডিও দেখুন---