বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর মেয়ে ও ভাই, প্রচারে তৃণমূল কর্মীরাই

Bangaon-Congress-candidate-daughter-and-brother-of-former-chairman-Shankar-Adhyar

সায়ন ঘোষ, বনগাঁ : 'মা পুরভোটে তৃণমূলের প্রার্থী বলে আমার হতে হবে, তার কোনো মানে নেই।' এমনই পাল্টা জবাব বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্যের। চরম উত্তেজনা বনগাঁর রাজনীতিতে। বুধবার জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বনগাঁ পুরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য এবং তাঁর ভাই মলয় আঢ্য। 

জাতীয় কংগ্রেস সূত্রে খবর, তাঁরা বুধবার সকালেই জাতীয় কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছাপ্রকাশ করে আবেদন জানান। জাতীয় কংগ্রেসের কোর কমিটির জরুরী ভিত্তি আলোচনায় তাঁদের আবেদন গ্রহন করে তাঁদের দুজনকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তাঁরা। ১৭ নম্বর ওয়ার্ডে ঋতুপর্ণা আঢ্য এবং ৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিসেবে মলয় আঢ্য দাঁড়িয়েছেন। 

Bangaon-Congress-candidate-daughter-and-brother-of-former-chairman-Shankar-Adhyar

কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য জানান, 'আমার দাদু একসময় কংগ্রেস করতেন। আমি তাঁর আদর্শে যোগদান করে প্রার্থী হলাম। মা পুরভোটে তৃণমূলের প্রার্থী বলে আমার হতে হবে, তার কোনো মানে নেই। আমার ব্যাক্তিগত মতামত আছে। আমিই জিতব।' ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রসঙ্গে তিনি জানান, তাঁকে কেউ চেনেনা। অন্যদিকে, মলয় আঢ্য জানান, 'আমার বাবা আগে কংগ্রেস করতেন। সবার নিজের নিজের গণতান্ত্রিক অধিকার আছে। তাই আজ আমি কংগ্রেসে যোগদান করে প্রার্থী হলাম।' 

প্রসঙ্গত, গত শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকায় প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর নাম না থাকায় একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ। যদিও বিক্ষোভে তৃণমূল কর্মীরাই তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। মঙ্গলবার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বদলানোর দাবি জানিয়েছে খোলা মাঠে মিটিং করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যও। সেখানেও শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্যকে প্রার্থী করার জন্য দাবী জানায় তৃণমূলের একাধিক কর্মী। কিন্তু প্রার্থী বদল হবেনা আগেই জানিনো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আর আজ বুধবার পুরভোটে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঋতুপর্ণা আঢ্য ও মলয় আঢ্য। বনগাঁয় আসন্ন পুরভোটে 'খেলা হবে' বলে জানিয়েছেন সাধারণ মানুষ। 


Post a Comment

Previous Post Next Post