সায়ন ঘোষ, বনগাঁ : বিজেপির বাংলা বন্ধের প্রভাব তেমন না দেখা দিলেও বিক্ষিপ্ত বন্ধ দেখা গেল কিছু জায়গায়। উত্তর ২৪ পরগণা জেলার বিজেপির ডাকা ১২ বাংলা বন্ধ এর সমর্থনে বনগাঁ রামনগর রোডের মুখে যশোর রোড সাময়িক অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীরা।
সোমবার সকালে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া সহ বনগাঁ জেলা বিজেপি সভাপতি রামপদ দাসের নেতৃত্বে অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা। এদিন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, 'এত উন্নয়নের পরেও কেন গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে? এমন ভোটের কী কোনো দরকার ছিল? আগামী তে এর ফল আপনারা পাবেন।'
ভোটের নামে প্রহসন, একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ; নিগৃহীত সংবাদ মাধ্যম। শূন্যে চলল দশ রাউণ্ড গুলি
বনগাঁ জেলা বিজেপি সভাপতি রামপদ দাস জানান, 'তৃণমূলের হার্মাতবাহিনী হাজার হাজার বহিরাগত এনে পুলিশের ছত্রছায়াতে সব জায়গাতে রিগিং করে ছাপ্পা ভোট হয়েছে।'
অন্যদিকে, এদিন ভোটের নামে প্রহসন হয়েছে বনগাঁয়, এমন অভিযোগ তুলে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করে বনগাঁ বাটার মোড়ে রাস্তা অবরোধ করে কংগ্রেস কর্মীরা। বনগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবজানি চাটার্জীকে নিগ্রহ এবং বনগাঁ পৌরভোটে সন্ত্রাসের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল জানান তাঁরা।
বনগাঁয় ভোট লুঠের অভিযোগ তুলে রাস্তা অবরোধ সিপিআইএম কর্মীদের
কংগ্রেসের অভিযোগ, গতকাল সকাল থেকেই ভোটের নামে প্রহসন হয়েছে গোটা বনগাঁয়। দু-একটি ওয়ার্ড বাদ দিয়ে বেশীর ভাগ ওয়ার্ডের বুথ জাম, ছাপ্পা ও রিগিং চালিয়েছে তৃণমূল। পুলিশ নির্লজ্জের মতো দাঁড়িয়ে থেকে তা দেখেছে।
বনগাঁ শহর কংগ্রেস সভাপতি সুনীল রায় বলেন, "বনগাঁ পৌরসভার ভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড প্রশাসনের মদতে প্রহসন চলেছে বনগাঁয়। এরই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা পুনঃনির্বাচনের দাবি করছি।
এদিন কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বনগাঁ পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বনগাঁ পৌর এলাকায়। তা নির্বাচন কমিশনের কাছে প্রমাণ আছে। যারা আন্দোলন করছে তাদের জনসমর্থন নেই।