প্রতিনিধি : ফের ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিতর্কের সৃষ্টি হল বনগাঁয়। বিজেপির পর এবারে বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায় তার ফ্লেক্স ছেড়া অবস্থায় দেখতে পায় এবং এই ঘটনার পর তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই নিচের লিংকে ক্লিক করুন...
তিনি বলেন , আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি। আমি আশায় ছিলাম দীর্ঘদিন ধরে আমি দল করি তাই দল থেকে হয়তো এবারে টিকিট টা দেবে। কিন্তু বর্তমানে যে প্রার্থী হয়েছে ওনার জায়গায় যদি অন্য কাউকে প্রার্থী করা হতো, আমি খুশি হতাম। তাই আমি ক্ষোভে-দুঃখে নির্দল প্রার্থী হয়েছি। আর সেই কারণেই আমার ফ্লেক্স ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ব্যানার না বানানোর জন্যও হুমকি দেওয়া হয়েছে বলে জানান নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়। প্রার্থী নিজের ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ করেন বিরোধী পক্ষের দিকে ।
বনগাঁয় প্রার্থীদের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ সাথে পাল্টা অভিযোগ, সরগরম বনগাঁর রাজনীতি
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বন্দনা দাস কীর্তনীয়া বলেন, আমি তৃণমূল দল করি তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছি। আমাদের দল ফ্লেক্স ছেঁড়ার পক্ষে নয়। কে বা কারা করেছে আমি সঠিক জানিনা।