প্রতিনিধি : বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের রিগিং, ছাপ্পা ভোট, বুথ দখল করার অভিযোগ বিজেপি প্রার্থী দিপ্তেন্দু বিকাশ বৈরাগী। বিজেপির ভোট এজেন্ট সহ প্রার্থীরা শক্তিগড় স্কুলের ভোট কেন্দ্র থেকে বেরিয়ে অবরোধ যশোহর রোড।
রবিবার সকাল থেকেই বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ভোট পর্ব চলছিল শান্তি পূর্ণ ভাবে। কিন্তু হঠাৎ করেই উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। বিজেপি প্রার্থী দিপ্তেন্দু বিকাশ বৈরাগীর অভিযোগ, বহিরাগত তৃণমূলকর্মীরা এসে প্রথমে চারটি বোম মারে তারপর রিগিং, ছাপ্পা ভোট, বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে তাদেরকে বুথের থেকে বাইরে বের করে দেয়। তারপর বিজেপি প্রার্থী সহ একাধিক কর্মীরা বনগাঁ বাটার মোড়ে অবরোধ শুরু করে। তাদের দাবি নতুন করে ভোট করতে হবে নয় তাদের গ্রেপ্তার করতে হবে তৃণমূলকর্মীদের।
যদিও এ প্রসঙ্গে, বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় জানান, আমরা সকাল থেকেই বুথের সামনে আছি। এখানে কোনো রকম উত্তেজনার সৃষ্টি হয়নি।