কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যকে মারধোরের অভিযোগ

Allegation-of-beating-Congress-candidate-Malay-Adhy


প্রতিনিধি : সামনেই পুরভোট। দিকে দিকে প্রচার। প্রতিটা দলই তাঁদের প্রার্থীর হয়ে প্রচার সারছে। আর এই প্রচারের আবহেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবিও উঠে আসছে। শুক্রবার রাতে দশটা নাগাদ বনগাঁ থানার সামনে এমনই এক বিক্ষোভের ঘটনা ঘটে। এদিন ৩ নম্বর ওয়ার্ডে  কংগ্রেস দলীয় প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

আরও পড়ুন-- সুষ্ঠু পৌর নির্বাচনের উদ্দেশ্যে বনগাঁয় রুটমার্চ

সূত্রে খবর, তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলীয় প্রার্থী মলয় আঢ্য। শুক্রবার সন্ধ্যায় তিনি ফুলতলা কলোনিতে ছিলেন। সেইসময়  পঞ্চাশের অধিক বাইক নিয়ে বিরোধী কর্মীরা এসে তাকে মারধর করেন। এরপরই উত্তেজিত হয়ে পড়েন ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

ঘটনায় তিন নম্বর ওয়ার্ডের কংগ্রেস সমর্থক সুস্মিতা চৌধুরী বলেন, "এদিন সকালে  জাতীয় কংগ্রেসের কর্মী সুমন ঘোষকে বুকে লাথি মেরে পেটানো হয়। আবার সন্ধ্যেবেলায় পঞ্চাশটার মতো ছেলেরা বাইক নিয়ে এসে ফুলতলা কলোনিতে কংগ্রেস দলীয় নেতাকে আক্রমণ করে। ঘটনার প্রতিবাদে আমরা এখন থানায় এসে বিক্ষোভ করছে।"

আরও পড়ুন-- পড়াশোনা সূত্রে ইউক্রেনে আটকে একাধিক ভারতীয় ছাত্র; আশঙ্কায় পরিবার

আরেক স্থানীয় বাসিন্দা মৌসুমী হালদার জানান, শংকর আঢ্য যে কয়দিন চেয়ারে ছিলেন আমদের সন্ত্রাসের ভয় ছিলনা। আমরা সুষ্ঠুভাবে ভোট দানের জন্য আজকে থানার সামনে জড়ো হয়েছি।

এদিকে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন তৃণমূল নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন ভোটারদের উত্তেজিত করতেই এরকম মিথ্যা  রটানো হচ্ছে। এরকম কিছুই হয়নি। প্রশাসনের উপর বিশ্বাস আছে পুলিশ তার কাজ করছে।

Post a Comment

Previous Post Next Post