নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা, আহত চালক

Accident-driver-injured-in-front-of-Biswabangla-Gate-in-Newtown


প্রতিনিধি : আজ ভোর চারটে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে উল্টে পড়ে একটি দুধের গাড়ি। দুর্ঘটনায় আহত চালক। পুলিশ সূত্রে খবর, আজ কুয়াশার সকলে নিউটন বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্ট এর দিকে রওনা হয়েছিল একটি দুধের গাড়ি।গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিশ্ববাংলা গেটের সামনেই গাড়িটি উলটে পড়ে। বর্তমানে আহত চালককে হাসপাতালে ভর্তি করেছে নিউটন থানাপুলিশ।

প্রত্যক্ষদর্শনকারীদের দাবি, বিশ্ব বাংলা গেট সংলগ্ন চার মাথার মোড়টি অত্যন্ত দুর্ঘটনা প্রবল এলাকা। সেখানেই দুধের গাড়িটি রংরুট দিয়ে প্রবল গতিতে আসছিল। এরপরই মোড়ের মাথাতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ৯০ ডিগ্রী কাত হয়ে পড়ে গাড়িটি। গাড়ির চালক নিচে চাপা পড়ে যান। তৎক্ষণাৎ আশেপাশের লোকেরা ছুটে আসেন চালককে উদ্ধারে জন্য। কিন্তু চালক অত্যন্ত বাজে ভাবে গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিকার এক দম্পতি সহ চার

দুর্ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ ও নিউটাউন থানার পুলিশ। পুলিশ গিয়ে গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করে। চালকের মাথায় গুরুতর চোট লেগেছে। এছাড়াও বুকে আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান,“এই এলাকাতে প্রচুর দুর্ঘটনা ঘটে। মানুষ তা জানেও। নিজেদেরই সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু তা না করে এখানে স্পিডে লোকে গাড়ি চালায়। অনেক বাইক দুর্ঘটনাও ঘটে এইভাবে। পুলিশকে আরও কড়া নজর দিতে হবে।”

Post a Comment

Previous Post Next Post