ভারত-চীন সীমান্ত বিরোধে বেইজিংকে সতর্ক করল আমেরিকা

US-warns-Beijing-over-Sino-Indian-border-dispute


নির্মল সাহা, নয়াদিল্লী : ভারত-চীন সীমান্তে উত্তেজনার মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংকে সতর্ক করেছে যে প্রতিবেশী দেশগুলিকে "হুমকি দেওয়ার" প্রচেষ্টা উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে যে তারা "তার অংশীদার দেশগুলির পাশে থাকবে"।

দেড় বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখ অঞ্চলে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বহু দফা আলোচনা হলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।

প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে চলল গুলি

আমেরিকার সর্বশেষ বিবৃতি এমন সময়ে এসেছে যখন ভারত ও চীনের মধ্যে সামরিক পর্যায়ের ১৪তম দফা আলোচনা শুরু হতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, বুধবার (১২ জানুয়ারি) কোর কমান্ডার পর্যায়ে এই কথোপকথন হতে পারে।

ভারত ছাড়াও তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের ঐতিহাসিক অবনতি ঘটেছে। চীন তাইওয়ানকে তার প্রদেশ বলে দাবি করে, অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম দেশ বলে মনে করে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের অনেক প্রতিবেশী দেশের সঙ্গেও বিরোধ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে চীনের বিরোধ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post