প্রতিনিধি : বৃহস্পতিবার ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্নিম ভারত কে ওর’ (‘Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ke Ore’) এর। উদ্বোধক ছিলেন সয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনাও করেন প্রধানমন্ত্রী।
এই ব্রাহ্ম কুমারীর দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জানান, “বর্তমানে কোটি কোটি ভারতবাসী স্বর্ণালি ভারতের ভিত্তিপ্রস্থর স্থাপন করছে। দেশের অগ্রগতির মধ্যেই আমাদের অগ্রগতি লুকিয়ে আছে। আমাদের মধ্যে দিয়েই ভারতের ভাবমূর্তি ফুটে ওঠে এবং আমরা এই দেশের মধ্যেই থাকি। এক নতুন ভারত তৈরিতে এই উপলব্ধিই হচ্ছে ভারতীয়দের সবথেকে বড় শক্তি।” তিনি আরও বলেন, “আজ ভারতে এমন এক ব্যবস্থা তৈরি করা হয়েছে যেখানে কোনও ভেদাভেদ নেই। আমরা এমন সমাজ তৈরি করছি যা সমতা এবং সামাজিক ন্যায়বিচারের উপর দাঁড়িয়ে। আমরা এমন একটি ভারতের অগ্রগতি প্রত্যক্ষ করছি যার চিন্তাভাবনা এবং পদ্ধতি সব প্রগতিশীল।”
টাকার বিনিময়ে স্কুল কমিটিতে সরকারি প্রতিনিধি করার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা করেছেন যে, ব্রহ্ম কুমারী এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারত বিরোধী প্রচার রুখতে কী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেছেন, “আপনাদের নিশ্চিত করতে হবে যাতে সঠিক তথ্য বাইরের দেশের মানুষের কাছে পৌঁছায়। ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনামূলক কথাবার্তার মোকাবিলা করা আমাদের সকলের দায়িত্ব।” যদিও তিনি কোনও নির্দিষ্ট ঘটনার কথা উদ্ধৃত করেননি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর অক্টোবরের ১২ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) ২৮ তম প্রতিষ্ঠা দিবসে একই বার্তা দিয়েছিলেন। তিনি ভারতীয়তের কাছে আবেদন জানান, ‘মানবাধিকার নিয়ে কথা তোলার সময় নির্বাচিত হবেন না।’
Bengal Photographers : ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে মৌন মিছিল
অন্যদিকে আবার, মোদী ব্রহ্ম কুমারীদের তাদের ‘আজাদি কা অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওরে’ উদ্যোগের জন্যও প্রশংসা করেছেন। এই উদ্যোগ সাত বছর-ব্যাপী পরিকল্পনার সমন্বয়ে গঠিত হয়েছে। এই উপলক্ষে তিনি এই ৭ টি প্রকল্প চালু করেন। প্রকল্পগুলি হল, আমার ভারত স্বাস্থ্যকর ভারত, আত্মনির্ভর ভারত: স্বনির্ভর কৃষক, মহিলা: ভারতের পতাকাবাহী, শান্তির বাস প্রচারাভিযান, আন্দেখা ভারত সাইকেল র্যালি, ইউনাইটেড ইন্ডিয়া মোটর বাইক অভিযান, এবং স্বচ্ছ ভারত অভিযানের অধীনে সবুজ পদক্ষেপগুলি।