টাকার বিনিময়ে স্কুল কমিটিতে সরকারি প্রতিনিধি করার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

Trinamool-Block-president-was-accused-of-representing-the-government-in-the-school-committee-in-exchange-for-money


প্রতিনিধি : স্কুলের ম্যানেজিং কমিটিতে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময় সদস্য নিয়োগের অভিযোগে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে বাগদা দত্তপুলিয়া সড়কের নলডুগারি বাজারে।

সূত্রের খবর, বাগদা পশ্চিমবঙ্গের সভাপতি ও ঘর চন্দ্র হালদার এর বিরুদ্ধে অভিযোগ দিন কয়েক আগে তৃনমূলের কর্মী-সমর্থকরা জানতে পারেন ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে দুজন করে সরকারি প্রতিনিধি করছেন তিনি। তাদের নাম দুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়েছে।

ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে মৌন মিছিল

এই বিষয়টিকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ তাদের সাথে কোনরকম আলাপ আলোচনা না করেই সরকারি প্রতিনিধি নিযুক্ত করেছেন অঘোরচন্দ্র হালদার। এর প্রতিবাদে আজকে অবরোধ করা হচ্ছে বেলা 11 টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক সহ পোস্টার ব্যানার নিয়ে পতাকা হাতে নিয়ে বাগদা দত্তপুলিয়া সড়কের বাজারে অবরোধ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। যতক্ষণ না পর্যন্ত উর্দ্ধতন নেতৃত্ব কর্ণপাত করছে বিষয়টি ততক্ষণ অবরোধ চালিয়ে যাবে বলে জানান বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা।

সিন্দ্রানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে জানান, জেলা সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে এই বিষয় নিয়ে আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দীর্ঘক্ষন অবরোধ চললেও ঘটনাস্থলে আসেনি বাগদা থানার পুলিশ।

এখনও বন্ধ পেট্রাপোল বন্দরে রপ্তানী বানিজ্য, অবরোধ, অবস্থান বিক্ষোভ বিজিটিএ কর্মীদের

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। নিজেদের নাম না থাকার কারণে এই অভিযোগ তুলছেন স্থানীয় নেতৃত্ব। এছাড়াও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবী করেন তিনি। জেলা নেতৃত্বের কাছে তিনি এই বিষয়ে জানিয়েছেন বলে জানান।

Post a Comment

Previous Post Next Post