Haldibari : ফের বাঘের হানা হলদিবাড়িতে, আতঙ্কিত এলাকাবাসী

Tigers-attack-Haldibari-again-terrified-locals

প্রতিনিধি : সুন্দরবনের গোসাবার পর ফের বাঘের আতঙ্ক হলদিবাড়িতে। আতঙ্ক ছড়িয়েছে হলদিবাড়ি ব্লকের বেলতলীর তিস্তানদীর চর লাগোয়া এলাকায়। স্থানীয় পারমেখলিগঞ্জ এলাকার বাসিন্দাদের দিন কাটছে বাঘের আতঙ্কে।

বাঘের হদিস পেতেই শনিবার সন্ধ্যায় এলাকায় বসানো হয় ট্র্যাপ ক্যামেরা। এছাড়াও পরিস্থিতি পর্যালোচনা করে বসানো হতে পারে খাঁচা'ও, এমনই দাবি বনদপ্তরের আধিকারিকদের।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির একটি কুকুরকে তাড়া করার আওয়াজ শুনে বাইরে বের হতে গিয়ে তারা বাঘের গর্জনের আওয়াজ পান। এরপরে আশপাশের লোক ছুটে আসে এবং বাড়ির সামনে মাটিতে বাঘের বড় বড় পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তারপরই খবর দেওয়া হয় বনদপ্তরে।

Gangasagar Mela : গঙ্গাসাগর মেলা মামলার রায়'কে হাইকোর্টের স্থগিতাদেশ, ই-স্নান এবং ই-দর্শনের পরিকল্পনা রাজ্য এজি'র

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় এলাকায় বাসিন্দারা বেলতলী তিস্তা নদীর চড়ে একটি আলু খেতে জল দিতে গিয়ে একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদপ্তরে। এরই মধ্যে শুক্রবার রাতের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। এদিন খবর পেতেই বনদপ্তর এর হলদিবাড়ির বিট অফিসার ভূষণ বর্মন সহ বনদপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁছে যান। উক্ত ঘটনাস্থল থেকে তাঁরা একাধিক পায়ের ছাপ সংগ্রহ করেছে বলে জানান বনদপ্তরের আধিকারিকরা।

Post a Comment

Previous Post Next Post