রাজ্য সরকারের তরফ থেকে সড়কপথের যানবাহন চালকদের জন্য চালু হলো কয়েকটি ট্রাফিক ফাইন

The-state-government-has-introduced-several-traffic-fines-for-road-drivers


রিয়া গিরি : বছরের শুরুতেই রাজ্য সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে নির্ধারণ করা হলো সড়কপথের ট্রাফিক ফাইন এর নতুন মূল্য। যা আগের থেকে অনেকটাই বেশি বলে মনে করছেন সাধারণ মানুষেরা কিন্তু এতে একটু হলেও সড়কপথের নিয়মকানুনগুলো মেনে চলবেন বলে আশা রাখছেন পশ্চিমবঙ্গ  সড়ক কর্তৃপক্ষ।

দিন দিন বয়ে চলা সড়ক দুর্ঘটনা গুণী কিছুটা আটকানোর জন্য অনেক আগেই সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার মাঝেই বছরের শুরুতে জানিয়ে দেওয়া হল ট্রাফিক ফাইন এর নতুন অংকের মূল্য গুলি। এগুলি হল- 

বনগাঁ-বয়রা রেল লাইনের জন্য জমি অধিগ্রহণের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন শান্তনু ঠাকুরের

হেলমেট ছাড়া সড়কপথে বাইক যাত্রীদের ভরতে হবে ৫০০ টাকা এবং তাছাড়াও সেকশন ১৭৭ ধারা অনুযায়ী তাই হবে মামলা। বীমা ছাড়া যানবাহন চালকদের ১৯৬ ধারার অন্তর্গতে ভরতে হবে ২০০০ টাকা।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ও বিপজ্জনকভাবে ড্রাইভিং এবং অবৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে সেকশন ১৮০,১৮১ ,১৮৪,১৯২ এর ধারায় ভরতে হবে ৫০০০ টাকা।

এছাড়াও বৈদ্য ফিটনেস সার্টিফিকেট ছাড়া ও বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে সেকশন ১৯২ ও ১৯২ (A) অন্তর্গত আইনে ১০০০০ টাকা। বেশি গতিতে  গাড়ি চালালে ১৮৩ (১) ধারার অন্তর্গত LMV 1000 ও  HMV 2000  টাকা।

পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের, ঐতিহাসিক ভুল দাবি একাংশের

পরিবহন গাড়িতে অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চলাচল করলে ধারা ১৯৪ (A) অন্তর্গত প্রতি প্যাসেঞ্জার পিছু ২০০ টাকা। ট্রিপল রাইটিং ওসিডি ছাড়া গাড়ি চালালে ভারতীয় আইন বিধি ১২৮ ও ১৯৪ B অন্তর্গত ১০০০ টাকা।

পশ্চিমবঙ্গ সড়ক পরিবহনমন্ত্রী তরফ থেকে আশা করা হয়েছে মানুষ সচেতন হয়ে সড়কপথের নিয়মগুলি পালন করবে। তাছাড়াও সড়কপথে প্রতিদিন বয়ে চলা পথ দুর্ঘটনা থেকে কিছুটা রেহাই মিলবে। বয়সের আগে সড়কপথে বেপরোয়াভাবে যানবাহন চলাচল থেকে প্রতিনিয়ত হয়ে চলা দুর্ঘটনাকে আটকানোর জন্য ও বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post