School will open : আগামী সপ্তাহ থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ, নির্দেশ শিক্ষামন্ত্রীর

The-school-will-be-reopened-from-next-week-said-the-education-minister

প্রতিনিধি : করোনা বিধিকে মান্যতা দিয়ে আগামী সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে সমস্থ বিদ্যালয়। নিয়ম মেনেই শুরু হবে সকলের ক্লাস। গোটা রাজ্যেই চালু হবে এই নিয়ম। এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়।

এএনআই (ANI) এর সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানিয়েছেন, 'আগামী ২৪ জানুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খুলে দেওয়া হবে। আমাদের এই প্রস্তাব মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন।'

Narendra Modi : ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে : প্রধানমন্ত্রী

বছরের শুরুতেই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছিল, করোনা সংক্রমণের জেরে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। কিন্তু বর্তমানে সংক্রমণ কিছুটা স্থিতিশীল। তার পরিপ্রেক্ষিতেই অনর্থক স্কুল, কলেজ বন্ধ করে রাখতে চায়নি ঠাকরে সরকারের স্কুল শিক্ষা দফতর। তাই এই মর্মে আবেদন গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা এই মর্মে প্রস্তাব পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বলা হয়েছিল, আগামী সোমবার অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে স্থানীয় প্রশাসন প্রস্তুত। মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। সোমবার থেকে রাজ্যে খোলা হবে বিদ্যালয় থেকে কলেজ।'

Post a Comment

Previous Post Next Post