প্রতিনিধি : ফের দুঃসংবাদ। প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৬ বছর। গত ২৫ দিন ধরে শারীরিক অসুস্থতার কারনে ভর্তি ছিলেন কলকাতার বেলভিউ হাসপাতালে। আজ সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ছোট থেকে বড় সকলের জন্য বাংলা কমিকসের প্রবাদ প্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। বাংলা কমিকসের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গত ২৫ দিন ধরে সকলের চেষ্ঠায় গতকাল শরীরের অবস্থার উন্নতি হলেও আজ সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রক্তচাপ প্রবলভাবে ওঠানামা করতে থাকে।
Accident : ফের যশোর রোডে উল্টে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক, মৃত ট্রাক চালক এবং খালাসী
প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের জন্ম ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে। তাঁর পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে হলেও তার জন্মের আগেই পরিবার শিবপুরে এসে স্থায়ী ভাবে বসবাস করেতেন। শিল্পের প্রতি তার ঝোঁক ছিল অল্প বয়স থেকেই। পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলঙ্কার প্রভৃতির নক্সা করার সুযোগ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে পাঁচ বছরের ডিগ্রীর জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যাননি, শেষ বর্ষে এসে পড়া ছেড়ে দেন। এরপরে কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ করেন।
তিনি বাংলা কমিকসে হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা হিসেবে পরিচিত। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে ছোট থেকে বড় উভয়কে। এছারাও তিনি কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন। শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকস গুলিকে ছোট ছোট খণ্ডে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ভারত সরকার তাঁকে ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন।