Shaoli Mitra : প্রয়াত শাঁওলি মিত্র, শোকের ছায়া নাট্য জগতে

The-late-Shanoli-Mitra-the-shadow-of-mourning-in-the-world-of-drama

প্রতিনিধি : শোকের ছায়া নাট্য জগতে। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর।

রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর খবর যেন আগে প্রকাশ্যে না আনা হয়। তাঁর সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই তাঁর বাবার মতোন শেষকৃত্যের পর জানানো হয় তাঁর মৃত্যু সংবাদ।  সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর

Accident : ফের যশোর রোডে উল্টে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক, মৃত ট্রাক চালক এবং খালাসী

নাট্য জগতে ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ছবিতে অভিনয় করেন শাঁওলি মিত্র। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন তিনি। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। তারপর ২০০৯ সালে পদ্মশ্রী পান। ২০১২ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। 

আজ বিকেলে শিরিটি শ্মশানে দাহ করা হয় তাঁকে। তাঁর ইচ্ছে কে সন্মান জানিয়েই মৃতদেহের উপর ফুলের ভার বসাতে দেননি কেউ। সকলের অগোচরে সাধারনের মত চলে গেলেন প্রথম সারির নাট্যব্যক্তিত্ব। 

Post a Comment

Previous Post Next Post