ফের পরিবর্তিত হলো কাঁচরাপাড়া পৌরসভার লকডাউন এর দিনগুলি

The-day-of-lockdown-of-Kanchrapara-municipality-has-changed-again


রিয়া গিরি : বছর শুরু হবার সাথে সাথেই ঘোষণা হয়েছিল রাজ্যে আংশিক লকডাউন। ১৫ দিনব্যাপী সেই লকডাউনের শেষের মাথায় পরিবর্তন করা হল কাঁচরাপাড়া পৌরসভার পৌর এলাকা গুলির লকডাউন এর দিন। এই নতুন দিনগুলির নির্দেশ চালু করা হবে ১৫ তারিখের লকডাউন এর পর থেকে।

ভারত-চীন সীমান্ত বিরোধে বেইজিংকে সতর্ক করল আমেরিকা

সূত্রের খবর, আজ কাঁচরাপাড়া পৌরসভায় পৌর প্রশাসক বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের উপস্থিতিতে দীর্ঘক্ষণের মিটিংয়ের পর নতুন করে লকডাউনের দিনগুলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের কথা মাথায় রেখেই সকলের সুবিধার্থে দিনগুলি ঠিক করা হয়েছে।

দীর্ঘ ঘরের মিটিংয়ের পর জানানো হয়েছে মঙ্গল, বৃহস্পতি  ও শনিবার কাঁচরাপাড়া পৌরসভার পৌর এলাকার দোকান বাজার বন্ধ থাকবে। এই কয়েকটি দিন ছাড়া সপ্তাহের বাকী দিনগুলোর খোলা থাকবে দোকান পত্রগুলি।

প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে চলল গুলি

কাঁচরাপাড়া পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট করা দিনগুলিতে দোকান পত্র খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত। এর বেশি দোকান পত্রগুলি যেন না খোলা থাকে সে বিষয়েও অনুরোধ করেছেন পৌর প্রশাসক।

কাঁচরাপাড়া পৌর এলাকায় রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য ১৫ তারিখের লকডাউন শেষ হবার পরের দিন থেকেই সিদ্ধান্ত নেওয়া দিনগুলিতে দোকান বাজার বন্ধ থাকবে।

Post a Comment

Previous Post Next Post