প্রথম ও দ্বিতীয় ট্রেনে দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ ফুল ব্যবসায়ীদের

Thakurnagar-rail-blockade-flower-traders-demanding-first-and-second-trains


প্রতিনিধি : আংশিক লকডাউন শুরু হওয়ার পর থেকে এই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় লোকাল ট্রেন গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য অবশ্য ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষরা ‌। ঠাকুরনগরের আংশিক লকডাউন শুরু হওয়ার পর থেকে ঠাকুরনগর থেকে কলকাতাগামী লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় অবরোধ শুরু করেছে ফুল ব্যবসায়ীরা।

স্টেশনে পালন করা হচ্ছে না লকডাউনের বিধি নিষেধ

সূত্রের খবর, ঠাকুরনগর রেলগেট এলাকায় ফুল ব্যবসায়ীরা লোকাল ট্রেনের দাবিতে রাত দুটো থেকে রেললাইনের উপর ফুলের বোঝা ফেলে অবরোধ শুরু করেছে। তাদের একটাই দাবি ফাস্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেনে তারা মূলত ফুল নিয়ে কলকাতা যাতাযাত করত।

কিন্তু সকালে দুটোতেই ট্রেন না চললে অনেককেই কলকাতা যেতে পারেন না ফলে ব্যবসায় অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দিন এনে দিন খাওয়া ফুল ব্যবসায়ীদের। তাই তাদের দাবি যতক্ষণ না দুটো ট্রেন চালানো হবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন।

বনগাঁ পৌরসভার উদ্যোগে চালু হলো ই-রিক্সা অ্যাম্বুলেন্স

শুধুমাত্র ফুল ব্যবসায়ীরা নয় অনেক জায়গায় হকার এবং লোকাল ট্রেনের ওপর ভরসা করে থাকা সাধারণ নাগরিকদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। একদিকে যেমন করোনা সংক্রমণ এবং তৃতীয় ঢেউয়ের সাথে সাথে ওমিক্রন এর সংক্রমণ রুখতে মরিয়া রাজ্য। সেদিকে দাঁড়িয়ে সাধারন মানুষদের ভোগান্তির কথায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য শাসকদের। করোনা রুখতে গিয়ে সাধারণ মানুষের মুখে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে।

Post a Comment

Previous Post Next Post