প্রতিনিধি : করোনার তৃতীয় ঢেউ তেও হুঁশ ফেরেনি একাংশ মানুষের। অনেকে এখনো মাস্কও পরছেন না। এমনকী অনেকেই আছেন যারা এখনও করোনার ভ্যাকসিনের কোনো ডোজই নেয়নি। আবার কিছুজন যারা প্রথম ডোজ নিলেও দ্বিতীয়টি আর নিয়ে ওঠা হয়নি। এবার এই পরিস্থিতিতে অভিনব পন্থা বেছে নিলেন কোলকাতার দক্ষিণ দমদম পৌরসভা। মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বলেছে জানিয়েছে দক্ষিণ দমদম পৌরসভা থেকে।
দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত মানুষদের করোনার দুটি ডোজ নিলেই মিলবে বকেয়া ট্যাক্সে ২৫% ছাড়। এদিন পৌরসভার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বকেয়া ট্যাক্সের ২৫% ছাড় পেতে দেখাতে হবে করোনার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট।
School will open : আগামী সপ্তাহ থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ, নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রসঙ্গত, ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের দেখা যাচ্ছে ভ্যাকসিন নিতে তাঁরা ভয় পাচ্ছে, এছাড়া স্কুল যেহেতু বন্ধ সেই কারণে ছাত্র-ছাত্রীরা উভয়ই কেউ ভ্যাকসিন নিতে আসছিল না পৌরসভার ঘোষণা হওয়ার পরেও। সেই কারণেই তাদের টিকাকরণের উৎসাহ দিতে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম।
উল্লেখ্য, এই অভিনব উদ্যোগ নেওয়ার পরেই দেখা যাচ্ছে প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী একদিনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। যেখানে অন্যদিন ৫-৬ জন ভ্যাকসিন নিতে আসত। দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়েই বৃহস্পতিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।