Bengal Photographers : ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে মৌন মিছিল

Silent-procession-on-behalf-of-the-Bangaon-unit-of-the-Photographers-Association

সায়ন ঘোষ, বনগাঁ : 'আমরা ইতিহাসকে প্রাণবন্ত করি', উল্লেখ্য ট্যাগ লাইনকে সামনে রেখেই মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে করা হয় মৌন মিছিল।

মঙ্গলবার সকাল থেকে গোটা বনগাঁ শহর জুড়ে অ্যাসোসিয়েশনের কর্মীরা মিলিত হয়ে হাতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে সামিল হয় এই মৌন মিছিলে। এছাড়াও এদিন করোনা থেকে সাধারণ মানুষদের সুরক্ষিত থাকতে সচেতনতা মূলক বিভিন্ন প্লাকার্ড দেখা যায় উক্ত মিছিলে। 

Silent-procession-on-behalf-of-the-Bangaon-unit-of-the-Photographers-Association

উল্লেখ্য, বিয়ে কিংবা অন্নপ্রাশন অথবা জন্মদিন যেকোনো অনুষ্ঠানে ডাক পড়ে বহু ফটোগ্রাফারদের। নামি দামি ক্যামেরা, ড্রোন থেকে শুরু করে গিম্বেল, লাইট ইত্যাদি সরঞ্জাম নিয়ে কাজ করতে হয় ফটোগ্রাফারদের। এমনকি দিনে একাধিক জায়গায় কাজ করতে হয় তাদের।

করোনার শুরুর ২০২০ তে দীর্ঘ লকডাউন এর বেড়া জাল অতিক্রম করে যখন একটু স্বাভাবিক পথে ফিরেছিল ফটোগ্রাফাররা। ঠিক তখনই আবার ঘাড়ে চেপে বসেছে ফের লকডাউন। যদিও সরকার প্রথমে ৫০ জনকে নিয়ে অনুষ্ঠানে অনুমতি দিলেও, এখন বিয়ের অনুষ্ঠানে ২০০ জন থাকতে পারে বলেছে রাজ্য সরকার। স্বস্তি মিলেছে কিছুটা তাতেই।

Petrapole - Benapole Border : এখনও বন্ধ পেট্রাপোল বন্দরে রপ্তানী বানিজ্য, অবরোধ, অবস্থান বিক্ষোভ বিজিটিএ কর্মীদের

এদিন উত্তর ২৪ পরগণার ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের কর্মীরা মিলিত হয়ে, তাঁরা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে কাজ করতে পারে সে বিষয়ে বনগাঁ থানায় লিখিত দেওয়া হয়। যুগ্ম সম্পাদক দীপঙ্কর সাহা বলেন, লকডাউনের বিধি নিষেধে যাতে রাতে বাড়ি ফিরতে কোনো সমস্যায় না পরে কোনো ফটোগ্রাফার, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা। এছাড়াও এদিন সাধারণের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে   

Post a Comment

Previous Post Next Post