প্রতিনিধি : উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া বাগদা ব্লকের কয়েক লক্ষ সাধারণ মানুষের চলাচলের একমাত্র সড়ক পথের জায়গায় রেললাইনের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের কাছে অনুরোধ করে গিয়েছিল বাগদা ব্লকের বাসিন্দারা। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সরকারের রেল মন্ত্রী থাকাকালীন রেল লাইনের জন্য শিলান্যাস হলেও তা এখন ও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তাই লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণের দাবি জানিয়ে গণস্বাক্ষর সহ চিঠি আবেদন দিলেন।
সূত্রের খবর, সীমান্ত লাগোয়া বাগদা ব্লকের সাধারণ মানুষদের চলাফেরার একমাত্র মাধ্যম ছিল সড়ক পথ। কিন্তু যাতাযাত এবং যোগাযোগ মাধ্যম সম্পন্ন করতে রেলপথের জন্য সরকারের কাছে 12 বছর আগে সরকারের কাছে আবেদন করলেও তা এখনো পর্যন্ত পূরণ হয়নি। ২০০৯ সালেই ইউ পি এ ২ সরকারের দ্বিতীয়বারের জন্য রেল মন্ত্রী হওয়ার পরে বাগদার মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেল লাইনের জন্য শিলান্যাস করেছিলেন।
এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন...
কিন্তু দীর্ঘ বছর পার হয়ে গেলেও সেই রেললাইনে কোন পর্যন্ত তৈরি হয়নি। ফলে যাতাযাত এর জন্য অনেক বাধার মধ্যে পড়তে হয় সাধারন মানুষদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সেই জমিতে রেল লাইন তৈরি করার আবেদন জানিয়ে বনগাঁ লোকসভা তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুর ৫ হাজার সাধারণ লোকের গণস্বাক্ষর সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি অধিগ্রহণের দাবিতে আবেদন জানালেন।
এ বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুর জানিয়েছেন এর সংসদীয় এলাকার চাহিদা অনুসারে তিনি দুই মাস আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে জমি অধিগ্রহণ প্রসঙ্গে চিঠি লিখেছিলেন তাতে কোনো উত্তর না আসায় পুনরায় ভাবে গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণের অনুরোধের একটি চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সেই চিঠি বাগদার সাধারণ মানুষদের হয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান। তিনি বলেন জমি অধিগ্রহণের ব্যবস্থা করলে বাগদা থেকে বয়রা পর্যন্ত রেললাইন করা হবে বলে রেলমন্ত্রী সূত্রে জানানো হয়েছে।