অম্লিতা দাস: ৩রা ফেব্রুয়ারি থেকে আবার স্কুল ও কলেজমুখীi হবে পড়ুয়ারা। সোমবার নবান্নে এমনটাই ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্কুল খুলছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। আর পাড়ার শিক্ষালয় আছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য। শিক্ষক- শিক্ষিকারা উপযুক্ত জায়গা অনুযায়ী ক্লাস নেবেন। প্রাথমিক বিভাগ এখনও বন্ধই রাখা হবে। নাইট কারফিউও চলবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বক্তব্য সামনেই সরস্বতী পুজো। ৫ তারিখ পুজোর আগের তার আয়োজন যাতে পড়ুয়ারা করতে পারে তাই আগেই খুলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তিনি জানান, আগের মতই স্কুল কলেজগুলোতে চলবে পঠন পাঠন। আইআইটি ও পলিটেকনিকেও শুরু হবে অফলাইনে পড়াশোনা।