দিল্লির রাজপথে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

Republic-Day-is-being-celebrated-on-the-streets-of-Delhi


নির্মল সাহা, নয়াদিল্লি : দেশ তার ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। দিল্লির রাজপথ থেকে লাল কেল্লা পর্যন্ত নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয়েছে। স্বাধীনতার অমৃত উৎসব হিসেবে পালিত হচ্ছে প্রজাতন্ত্রের উদযাপন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আজকের অনুষ্ঠান। ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

প্রথমে জাতীয় ওয়ার মেমোরিয়ালে শহীদদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী মোদী। আজকের অনুষ্ঠানে উত্তরাখণ্ডের বিশেষ টুপি পরেছেন প্রধানমন্ত্রী মোদি। পতাকা উত্তোলনের পর শহীদদের সম্মান জানানো হয়। এএসআই বাবু রাম অশোক চক্রে ভূষিত হয়েছেন। এই সময়ে একটি পরম বীর চক্র এবং ১১টি মহাবীর চক্র দেওয়া হয়েছে।

রাজপথে শুরু হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। যেখানে সেঞ্চুরিয়ান ট্যাঙ্কসহ বেশ কয়েকটি ব্যাটালিয়নের অফিসার ও সৈন্যরা জড়িত। কুচকাওয়াজের অগ্রভাগে ছিল সক্রিয় ঘোড়া অশ্বারোহী।

Post a Comment

Previous Post Next Post