আগামীকাল থেকে রাজ্যে বহাল আংশিক লকডাউন, জেনে নিন বিধি নিষেধ গুলি

Partial-lockdown-in-the-state-from-tomorrow-find-out-the-prohibition-shots

সায়ন ঘোষ : নতুন বছরে যখন ব্যবসায়ীরা একটু লাভের মুখ দেখতে শুরু করেছে, সেখানে করোনার দাপটে আবারও লকডাউন গোটা রাজ্যে। আগামীকাল থেকেই জারি নতুন বিধিনিষেধ। সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ বন্ধ থাকবে। এছাড়াও সরকারি ও বেসরকারি অফিস ৫০% কর্মী নিয়ে চলবে। সেলুন, স্পা, জিমস, পার্লার বন্ধ থাকবে। চিড়িয়াখানা থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

শপিং মল, সিনেমা, রেস্তোরা, বার ৫০% লোক নিয়ে খোলা যাবে। যেকোনো মিটিং-এ ২০০ জন উপস্থিত থাকতে পারবে। এছাড়া বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ এর বেশি মানুষ থাকা যাবেনা।

সর্বপরি, লোকাল ট্রেন চলবে ৫০% যাত্রী নিয়ে এবং ৭ টার পর বন্ধ থাকবে সমস্থ লোকাল ট্রেন। এছাড়াও পরিবহনের ক্ষেত্রে যাতায়াত করার জন্য রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বহাল থাকবে কড়া বিধি নিষেধ। বিস্তারিত আসছে...

Partial-lockdown-in-the-state-from-tomorrow-find-out-the-prohibition-shots

Partial-lockdown-in-the-state-from-tomorrow-find-out-the-prohibition-shots


Post a Comment

Previous Post Next Post