অম্লিতা দাস: সরকারের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’প্রত্যাখ্যান করলেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। পদ্মশ্রী প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার। আর তাতেই তিনি সম্মান জানতে চান সন্ধ্যা মুখোপাধ্যায়কে।
দিল্লি থেকে একটা ফোন আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। ফোন ধরতেই হিন্দিতে তাঁকে বলা হয় তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে, তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি এই পুরস্কার নেবেন কিনা। ঘটনায় ভীষণভাবে অপমানিত ও কষ্ট পান শিল্পী। জানান, এইভাবে কখনও কাউকে পদ্মশ্রী দেওয়া হয় বলে তাঁর জানা নেই। গানের মধ্যে দিয়েই তিনি তাঁর জীবন কাটিয়েছেন। তাঁর থেকে ছোট শিল্পীরা অনেক আগেই সম্মান পেয়েছেন এখন নব্বই বছর বয়সে তাঁকে এই সম্মান দেওয়ার কোনো মানে হয় বলেই তিনি মনে করেন না। তিনি বলেন এভাবে বলাতে তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন। এতে একজন শিল্পীর অপমান ছাড়া আর কিছুই হয়না।
আগেই একাধিক সম্মান পান শিল্পী। ২০১১ সালে তাঁকে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেন পশ্চিমবঙ্গ সরকার। ১৯৭০ সালে নিশিপদ্ম এবং জয় জয়ন্তী ছবিতে গানের জন্য জাতীয় পুরস্কারও পান তিনি।