প্রতিনিধি : জাতীয় সড়কের ধারে উল্টে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত মানিকতলা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক এবং খালাসীর।
রবিবার রাতে কেমিক্যাল নিয়ে বনগাঁ পেট্রাপোল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি। হাবরা এবং অশোকনগরের মাঝা মাঝী ৩ নম্বর রেল গেটের কাছে হঠাৎ'ই সামনের চলে আসা একটি ইট বোঝাই ট্রাকে ধাক্কা মারে ওই কেমিক্যাল বোঝাই ট্রাকটি। সাথে সাথেই নিয়ন্ত্রন হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায় ওই ট্রাক।
Train Canceled : শিয়ালদা, হাওড়া শাখার একাধিক লোকাল সহ বাতিল 971টি ট্রেন
ভোর রাতে বিকট আওয়াজ পেতেই স্থানীয়রা সাথে সাথেই অশোকনগর থানায় খবর দেন। রবিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় ওই গাড়ির চালক বুদ্ধদেব সেন এবং খালাসী অমিত সরকারের মৃতদেহ উদ্ধার করে পুলিশবাহিনী। জানা গেছে মৃত দুই ব্যাক্তির বাড়ি বনগাঁয়। পুলিশের অনুমান ভোরের ঘন কুয়াশার জেরেই এমন ঘটনা ঘটেছে। পরে ক্রেনের মাধ্যমে ট্রাকটিকে তুলে আনা হয়।