অম্লিতা দাস: কেন্দ্রে ফের রাজ্যের চিঠি। আগত ২৬শে জানুয়ারি,প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ওপর নির্মিত এক ট্যাবলো কেন্দ্রে খারিজ করা হলে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
সামনেই প্রজাতন্ত্র দিবস,আর তার আগে বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই নেতাজির জীবনকে ঘিরেই তৈরি এক ট্যাবলোকে আগামী ২৬শে জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্তি করার প্রস্তাব রাখা হয়। এই প্রস্তাবকে খারিজ করা হলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। কেন্দ্রের কাছে জবাব চায় রাজ্য। এই মামলার শুনানি আগামী সপ্তাহে।
এই বছর নেতাজির জন্মবার্ষিকী ও প্রজাতন্ত্র দিবস একসাথে পালনের সিদ্ধান্ত নেন কেন্দ্র। এই সিদ্ধান্ত অনুযায়ী ট্যাবলো পাঠায় রাজ্য সরকার। ট্যাবলো খারিজ করার কারন জানতে চেয়ে ও বিষয়টা আবার ভেবে দেখার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত এখনও অনড়। এখন তাই মামলার শুনানির পালা।