প্রতিনিধি : গতকাল থেকেই রাজ্যে জারি হওয়া আংশিক লকডাউন এর জন্য নির্দেশ হওয়া বিধি নিষেধ গুলো মানা হচ্ছে না একাধিক স্টেশনে। আংশিক লকডাউনের প্রথম দিনের সকালেই ব্যারাকপুর স্টেশনে হাজির হয়েছে 50 শতাংশের বেশি যাত্রী।
দেশ তথা রাজ্যে নতুন বছরে কর্ণ ওমিক্রন এর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউন এর ঘোষণা করা হয়েছে। যেখানে জারি হয়েছে কয়েক গুচ্ছ বিধি নিষেধ। তার মধ্যে একটি হলো লোকাল ট্রেনের যাত্রীসংখ্যা রাখতে হবে আংশিক অর্থাৎ 50%।
বনগাঁ পৌরসভার উদ্যোগে চালু হলো ই-রিক্সা অ্যাম্বুলেন্স
তার মাঝেই প্রথম দিনে লোকাল ট্রেন গুলিতে যাত্রীসংখ্যা অনেকটাই বেশি চোখে পড়ায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এই পরিস্থিতিতে যাত্রীদের কেউ কেউ আবার মাক্স ছাড়াই লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করতে অপেক্ষা করতে ও চোখে পড়েছে।
আজ সকালে শিয়ালদহ মেন লাইনে ব্যস্ততম স্টেশন ব্যারাকপুরে গিয়ে অনেকের চোখে উঠেছে যাত্রীদের চিন্তা-ভাবনা ও সামাজিক দূরত্ব মানার নমুনা। ট্রেনে উঠেছে প্রচুর সংখ্যক মানুষ।