"কি চাইছে অশোকনগর" অ্যাপকে হাতিয়ার করে পৌর ভোটের লড়াই বামেদের



প্রতিনিধি : "কি চাইছে অশোকনগর" এই নামেই অ্যাপস তৈরি করে আগামী পৌর ভোট হাতিয়ার করে এগোচ্ছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকার বাম সংগঠন। মূলত এই অ্যাপসে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন।

শনিবার সাংবাদিক সম্মেলনে বামেদের তরফ থেকে জানানো হয়, আগামী দিনে সাধারণ মানুষ কি চাইছেন তাঁর ওপর ভিত্তি করেই পদক্ষেপ নেবে বামেরা। এছাড়া প্রকাশ্যে তিনটি সভা করা হবে সেই সভাতেও এই অ্যাপস এর বিষয়বস্তু গুলো আলোচনা হবে খোলা মঞ্চে। পাশাপাশি যারা অ্যাপস ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য এই অ্যাপস এর মধ্যে থাকা প্রশ্ন গুলো প্রিন্ট আউট বের করে বাম কর্মী সমর্থকরা তারা অশোকনগর কল্যাণগড় পৌরসভা প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং তাদের কাছ থেকে জানতে চাইবেন তারা কি চাইছেন, তার তথ্য সংগ্রহ করবেন।

CORONA VACCINE : ভ্যাকসিন থাকলেই মিলবে ট্যাক্সে ছাড়, এই পৌরসভার বাসিন্দা আপনিও?

আগামী পৌরভোটে বামেদের পৌর প্রার্থী হবেন রেড ভলেন্টিয়ার্সরাই এমনটাই জানিয়েছেন বাম সংগঠন।  যারা কোভিড পরিস্থিতিতে এবং সুবিধা অসুবিধায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই সমস্ত রেট ভলেন্টিয়ার্সরাই হবে পৌর ভোটের প্রার্থী। আর জয়লাভ করে তাদের প্রথম লক্ষ্য কর্মসংস্থান এমনটাও তারা এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। আগামী দিনকয়েকের মধ্যেই বামেদের পক্ষ থেকে অশোকনগর কল্যানগর পৌরসভা নির্বাচন নিয়ে ইশতেহার প্রকাশ হবে এমনটাই জানিয়েছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post