শ্রমিক-মালিক কাজিয়ায় বন্ধ জগদ্দলের জুটমিল, কর্মহীন কর্চামহীন চার হাজার শ্রমিক

Jagddal-jute-mill-closed-in-labor-owner-Kaziya-four-thousand-workers-without-work


প্রতিনিধি : শ্রমিক-মালিক কাজিয়ার জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের JJI জুটমিল। কর্মহীন হয়ে গেলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার হাজার জন শ্রমিক। জানা গিয়েছে, গত দুদিন ধরে স্থায়ীকরনের জন্য আন্দোলন করছেন উইন্ডিং বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী। শুক্রবার সকালে আন্দোলনকারী শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

এই ঘটনায় ক্ষুব্ধ মিল কর্তৃপক্ষ এদিন সকাল এগারোটা থেকে মিল বন্ধ করে দেয়। ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।  উত্তেজনা থাকায় মিলের গেটে মোতায়ন ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে মিলের আধিকারিকদের সাথে কথা বলতে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। জানা গিয়েছে মিলের আধিকারিকরা বিধায়কের সাথে কথা বলতে রাজি হয় নি।

চালু হলো বুস্টার ডোজের টিকা গ্রহণ

ট্রাস্টি বোর্ডের মেম্বার বিনয় মণ্ডল বলেন, মেট্রোল ডিপার্টমেন্টের শতাধিক ছেলে দুই থেকে আড়াই বছর ধরে কাজ করছেন। কিন্তু জিরো নম্বরে কাজ করবার জন্য তাদের পিএফ, গ্রাচুইটি, এএসআই, বোনাস কিছুই মেলে না। তাই তাদের নম্বর ফেলার জন্য ম্যানেজমেন্টের কাছে বারংবার আবেদন করা স্বত্বেও কোন ব্যাবস্থা না নেওয়ায় তারা ধর্নায় বসে। যদিও ম্যানেজমেন্টের তরফে মজদুরদের বলা হয়, আপনারা কাজ করুন আমরা ধিরে ধিরে নম্বর করে দেব। কিন্তু মজদুরদের দাবী ছিল প্রথমে নম্বর করুন, তারপর আমরা কাজ করছি।

ফের পরিবর্তিত হলো কাঁচরাপাড়া পৌরসভার লকডাউন এর দিনগুলি

অভিজোগ, আজ কাউকে কিছু না বলে সমস্ত মজদুরদের বাইরে বের করে দিয়ে মিল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত হয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চাইলেও কেউ কথা রাজি হননি। উল্টে আন্দোলনকারীদের দাবী, ম্যানেজমেন্টের অভিযোগের ভিত্তিতে বিনা কারনে ৫জন মজদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post