বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

India-beat-Bangladesh-in-the-semi-finals-of-the-Under-19-World-Cup


সৌম্যদ্বীপ মল্লিক : অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে কম স্কোরিং লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে পরাজিত করার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এই জয়ের ফলে শেষ চারের লড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জায়গা সেট করেছে ভারত। আগামি 2 ফেব্রুয়ারি অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এবং অন্য সেমিফাইনালটি 1 ফেব্রুয়ারি অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের মধ্যে খেলা হওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বিরোধ চরমে, ধনখরকে টুইটারে ব্লক করেছেন মমতা

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পেসার রবি কুমার ধাক্কা খেলেও স্পিনার ভিকি অস্টওয়ালও বাংলাদেশকে ১১১ রানের মধ্যে আটকে রাখে। বাংলাদেশের পক্ষে এস এম মেহেরব সর্বোচ্চ ৩০ রান করে। আইচ মোল্লা এবং আশিকুর জামানের ব্যাটে ভরসা করে বাংলাদেশ ওই স্কোরে পৌঁছায়। রবি কুমার তিনটি উইকেট নেন এবং অস্টওয়াল দুটি উইকেট নেন।

জবাবে ভারতের শুরুটা সবচেয়ে খারাপ হয়। স্কোর বোর্ডে কোনো রান না করেই ওপেনার হারনুর সিংকে হারায় ভারত। তবে, আংক্রিশ রঘুবংশী এবং শাইক রশিদ দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করে ভারতীয় শিবিরে স্নায়ু শান্ত করে। 112 রান তাড়া করতে গিয়ে ভারত আরও দুটি উইকেট হারায়। কৌশল তাম্বে বিশাল ছক্কায় ম্যাচটি শেষ করে এবং ভারত 30.5 ওভারে পাঁচ উইকেটে জয়লাভ করে।

Post a Comment

Previous Post Next Post