Railway Recruitment 2022 : পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ রেলে, জেনে নিন পদ্ধতি

If-you-have-job-opportunities-without-exams-find-out-the-procedure

প্রতিনিধি : দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লেভেল ২,৩,৪,৫ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন এই নির্দেশিকায়। দক্ষিণ পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারবেন প্রার্থীরা।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে প্রার্থীরা। নির্দেশিকার সময়সীমার কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের।

নেতাজির ট্যাবলো খারিজ দিল্লির রাজপথে, মামলা দায়ের হাইকোর্টে

সূত্রে খবর, ২১টি শূন্যপদ রয়েছে। ৩ জানুয়ারি, ২০২২ থেকে আবেদনের প্রক্রিয়া চলছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্রীড়া কোটায় এই নিয়োগ দেওয়া হয়েছে। লেভেল ৪ এবং লেভেল ৫ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেখানে লেভেল ২ এবং লেভেল ৩ পদগুলির জন্য, প্রার্থীর যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ১২তম শ্রেণি পাস করা বাধ্যতামূলক। এছাড়াও, প্রার্থীকে অবশ্যই নিজ নিজ খেলায় জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আরও শিক্ষাগত যোগ্যতা এবং এই নিয়োগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যের জন্য, প্রার্থীরা প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

পদের নাম:

স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদ

শূন্যপদের সংখ্যা:

২১

কাজের স্থান:

কিছু জানানো হয়নি

কাজের ধরন:

কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি:

স্পোর্টস ট্রায়াল

আবেদন প্রক্রিয়া শুরু:

০৩.০১.২০২২

শিক্ষাগত যোগ্যতা:

দ্বাদশ স্নাতক স্তরে উত্তীর্ণ

বেতনক্রম:

কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি:

অনলাইন

Post a Comment

Previous Post Next Post