সুপ্রভাত ঠাকুর, কলকাতা : ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পাবলিক অ্যাফেয়ার্স তথা সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় রাজ্য জুড়ে। কিন্তু এদিন রাতেই বাম নেতা ও ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি টুইট করে জানান “পদ্ম সম্মান গ্রহণ করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী”।
Buddhadeb Bhattacharya has asked me to request everybody including government officials not to call/visit him in this matter.
— Surjya Kanta Mishra (@mishra_surjya) January 25, 2022
All official contacts may kindly be made in his residential/ CPIM) WB State Committee address by postal correspondence considering his health condition. https://t.co/YdFUM5Lmlj
এরপর সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আজ সকালে টুইট করে জানালেন, বুদ্ধদেববাবু তাঁর মাধ্যমে সকলকে জানাতে বলেছেন, সরকার সহ সকলকে অনুরোধ করেছেন তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে, পদ্মভূষণ সম্মানের বিষয়ে কেউ যেন ফোন না করেন বা দেখা না করেন। এই বিষয়ে যে কোনও যোগাযোগ তাঁর বাড়িতে অথবা সিপিআই(এম) রাজ্য কমিটির অফিসে ডাক মাধ্যমে করা যেতে পারে বলেও তিনি জানিয়েছেন।
দিল্লির রাজপথে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস
উল্লেখ্য, মঙ্গলবারই বাম নেতা ও ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি টুইট করে বুদ্ধ বাবুর হয়ে জানান, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”
Former Party PB member & WB CM Buddhadeb Bhattacharya had this to say on the Padma Bhushan award announcement.
— Sitaram Yechury (@SitaramYechury) January 25, 2022
“I don't know anything about Padman Bhusan award,none has said anything about it. If I have been given Padma Bhushan I refuse to accept it.”
পরবর্তীতে সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে জানানো হয়, “পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন পলিটব্যুরো সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পদ্ম সম্মান গ্রহণ করতে অস্বীকার করেছেন। সিপিআই(এম) নীতি রাষ্ট্র থেকে এই ধরনের পুরস্কার প্রত্যাখ্যান করার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়।” এর আগে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কিন্তু সেইসময় তিনিও তা প্রত্যাখ্যান করেছিলেন।