প্রতিনিধি : রবিবার সবার অগোচরে চলে গেলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, তারপর ফের নক্ষত্রপতন শিল্পী জগতে। প্রয়াত কিংবদন্তির নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj)। কিংবদন্তির বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পরিবারের সুত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নৃত্যশিল্পীর। দিল্লির বাড়িতে গতকাল রাতে মৃত্যু হয় কথক গুরুর।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কিংবদন্তির শিল্পী রবিবার রাতে তাঁর নাতির সাথে খেলছিলেন। ঠিক সেই সময় হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। আস্তে আস্তে অচেতন হয়ে পড়েন বিরজু মহারাজ। সাথে সাথেই তাঁকে দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পীকে। প্রাথমিক ভাবে দেখে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Shaoli Mitra : প্রয়াত শাঁওলি মিত্র, শোকের ছায়া নাট্য জগতে
চিকিৎসক সুত্র জানা গেছে, বিরজু মহারাজ বেশ কয়েক দিন আগে থেকে কিডনির রোগে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিস।
পন্ডিত বিরজু মহারাজের ১৯৩৮ সালের চৌঠা ফেব্রুয়ারি জন্ম দিল্লির লখনউতে। তাঁর আসল নাম ব্রিজমোহন মিশ্র। সাধারণত কত্থক নৃত্যে পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ছিলেন অচ্ছন মহারাজ, তাঁর কাছেই প্রধানত নৃত্যে শেখা মহারাজের। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী।
পন্ডিত বিরজু মহারাজ ১৯৮৩ সালে পদ্মবিভূষণ সন্মানে সন্মানীত হন। তার সাথেই পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, কালীদাস সম্মান এবং একাধিক পুরস্কার। এমনকি চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান "বিশ্বরূপম" ছবিতে কোরিওগ্রাফির জন্য।
Train Canceled : শিয়ালদা, হাওড়া শাখার একাধিক লোকাল সহ বাতিল 971টি ট্রেন
এছাড়াও পন্ডিত বিরজু মহারাজ সত্যজিৎ রায়ের সাথে "শতরঞ্জ কি খিলাড়ি" ছবিতে কাজ করেছেন। বলিউডের "দেবদাস", "বাজিরাও মাস্তানি", "উমরাও জানের" মতো বিখ্যাত ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। পণ্ডিত বিরজু মহারাজ একজন দক্ষ গল্পকারও ছিলেন। তাঁর এভাবে চলে যাওয়ায় শকের ছায়া নেমেছে শিল্পী মহলে।