Petrapole - Benapole Border : এখনও বন্ধ পেট্রাপোল বন্দরে রপ্তানী বানিজ্য, অবরোধ, অবস্থান বিক্ষোভ বিজিটিএ কর্মীদের

Export-trade-blockade-location-protests-by-BGTA-workers-at-still-closed-Petrapole-port

সায়ন ঘোষ, বনগাঁ : সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত বন্ধ রপ্তানী বানিজ্য। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর পরিবহন সংগঠনের আন্দোলনে অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ এশিয়ার বৃহত্তম স্থল বন্দর পেট্রাপোল সীমান্তে রপ্তানী বানিজ্য। 

ভারতে কেন ট্রেন লাইনচ্যুত হয়? জেনে নিন কারণ সমূহ...

বনগাঁ পরিবহন সংগঠনের দাবি, এতদিন ধরে পেট্রাপোল পার্কিং এলাকায় পরিবহন সংস্থার কর্মীদের প্রবেশের উপর কোনো বাঁধা ছিলনা। কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিবহন সংস্থার কর্মীদের প্রবেশে। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন বনগাঁ পরিবহন সংস্থার কর্মীরা। পেট্রাপোল পার্কিং চত্বরে প্রবেশ পথে রাস্তা অবরোধ করে চলছে অবস্থান বিক্ষোভ।

Export-trade-blockade-location-protests-by-BGTA-workers-at-still-closed-Petrapole-port

উল্লেখ্য, কোনো পন্যবাহী গাড়ি পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানীর আগে প্রথমে বনগাঁ পৌরসভার মিলন পল্লি পার্কিং এ নথি ভুক্ত করতে হয়। তারপর সেই নথি ভুক্ত অনুযায়ী নাম্বার বিশেষে কখনও ১৫ দিন আবার কখনও ২৫ দিনের ব্যাবধানে পেট্রাপোলের পার্কিং এ প্রবেশ করার অনুমতি পাই। প্রবেশ করে সেখানে শুল্ক দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে অনুমতি নেওয়ার পরেই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেন সীমান্তরক্ষী বাহিনীরা (BSF)।  

উল্লেখ্য কাজ করতে কিছুটা সাহায্য করেন পরিবহন সংস্থার প্রতিনিধিরাও। তাঁর জন্য পার্কিং এ প্রবেশের জন্য বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (BGTA)  পরিচয়পত্র নিয়ে পার্কিং এলাকায় প্রবেশ করতেন। কিন্তু হঠাৎ করেই গত শনিবার থেকে সীমান্তরক্ষী বাহিনী দেশের নিরাপত্তার স্বার্থে কর্মীদের প্রবেশে বাঁধা দিচ্ছে। বিএসএফের দাবি, স্থলবন্দর কর্তৃপক্ষের (LPI) নির্দেশে বিএসএফ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তারই জেরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বনগাঁ পরিবহন সংস্থার কর্মীরা। 

Narayan Debnath : প্রয়াত প্রখ্যাত বাংলা কমিকসের শ্রষ্ঠা ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

একাধিক বার আলোচনা করেও মেলেনি কোনো সুরাহা। সোমবার সকাল থেকে কোনো পন্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এই ‌সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রপ্তানী বানিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংস্থার সকল কর্মীরা।

Post a Comment

Previous Post Next Post