প্রতিনিধি : বনগাঁ পৌরসভার উদ্যোগে পৌরভোটে কথা মাথায় রেখে এলাকার উন্নয়নের জন্য চালু করা হলো দুটিই রিক্সা অ্যাম্বুলেন্স। পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌরভোটে প্রস্তুতির কথা মাথায় রেখেই সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে প্রতিটি বুথে ই রিকশা চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ
সামনে এগিয়ে আসা বনগাঁর পৌরভোটে প্রস্তুতির জন্য এখন থেকেই কাজে লেগে পরেছে বনগাঁ পৌরসভার বুথ কমিটির সদস্যরা। রবিবার সেই বুথ কমিটি থেকে উন্নয়নের স্বার্থে একটি সভার আয়োজন করা হয়েছিল। আর সেখান থেকেই বনগাঁ পৌরসভার উন্নয়নের কথা মাথায় রেখে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ ই রিকশা অ্যাম্বুলেন্সের চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
রবিবার বনগাঁ পৌর এলাকায় করনা ওমিক্রন এর কথা মাথায় রেখে দুটি রিকশা অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে এবং আগামীতে আরও চারটি উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে। এই রিক্সা অ্যাম্বুলেন্সে থাকবে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। বনগাঁ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বনগাঁ পৌর এলাকার বাসিন্দারা। বিগত দিনে রাতে অ্যাম্বুলেন্স পেতে সমস্যা হওয়া থেকে মুক্তি পাবে বলে আশা করছেন বনগাঁবাসীরা। বনগাঁ পৌর সভায় বিনামূল্যে ই রিক্সা অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানানো হয়েছে।