CORONA UPDATE : উপসর্গহীন ঢেউ নিয়ে চিন্তিত কেন্দ্র

Concerned-neo-hippies-and-their-global-warming

রিয়া গিরি : বছরের শুরুর প্রথম থেকেই উৎসবের মধ্যে করোনা সংক্রমনের হার ও ক্রমশ বেড়ে চলেছে। বড়দিনের আনন্দের মাঝে ওমিক্রন নিয়ে নতুন চিন্তা উঠেছিল বিশেষজ্ঞদের মধ্যে তার মাঝে নতুন বছরের শুরুতে ওমিক্রনের সংখ্যা এক ধাক্কায় প্রায় শতাধিক বেড়ে চলায় রাজ্যসহ কেন্দ্রের তরফ থেকে বিধিনিষেধের ওপর চালু হয়েছে নয়া বার্তা। করোনার  ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রায় ৯০% উপসর্গহীন।

ডেল্টা প্লাস হোক কিংবা ওমিক্রনিক বৃদ্ধি কোভিদ আক্রান্তের মধ্যে মৃদু উপসর্গ থাকার জন্য বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে কোভিদ আক্রান্তদের 90 শতাংশই উপসর্গহীন। কারুর মধ্যে অবশ্য মৃদু উপসর্গ থাকলেও 5%  রোগীর ক্ষেত্রে কোভিডের এর মাত্রা বাড়াবাড়ি। এ রাজ্যের বিশেষজ্ঞরা বলেছেন সতর্ক থাকা অবশ্যই জরুরি। কিন্তু এ নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই।

এখনকার আক্রান্ত দেশ কদিন বাড়িতে থাকতে হবে এবং তার পাশাপাশি কি কি সাবধানতা অবলম্বন করে কি কি ওষুধ পত্র গ্রহণ করতে হবে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। তাতে ডক্সিসাইক্লিন আইভারমেকটিন ওষুধ বা যেতে পারে। উপসর্গহীন করোনার নতুন সংক্রমণ রুখতে এক জায়গায় জড়ো হতে বারণ করেছেন রাজ্য সরকার। উৎসবের মরসুমে কি করে নিজেকে ভিড় জমায় থেকে সরিয়ে রাখা যায় এবং তার পাশাপাশি করোণা বিধি নিষেধ গুলো কিভাবে মেনে চলতে হবে তার জন্য কয়েকটি নির্দেশিকা পালন করা হয়েছে। সেগুলির মধ্যে মাক্স স্যানিটাইজার ব্যবহার করা অতি জরুরী এবং তার পাশাপাশি উৎসবের দিন গুলিতে বাইরে জমায়েত না করে বাড়িতে বসে নিজেদের মধ্যে পালন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post