প্রতিনিধি : সোমবার থেকে বারাসাত জেলা হাসপাতাল এ শুরু হলো কোভিডের বুস্টার ডোজ দেওয়ার টার্গেট। প্রথম দিন স্থির করা হলো ৪০০ জনকে দেওয়ার টার্গেট।
রাজ্যে 60 বছরের উর্ধ্বে বুস্টার ডোজ টিকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুধুমাত্র বারাসাত জেলা হাসপাতালে নয় দেশের বিভিন্ন জেলা ও রাজ্যে শুরু হয়ে গেছে কভিক্স ইমেজ এবং তার পাশাপাশি প্রবীনদের বুস্টার ডোজ দেওয়ার কাজ কর্ম। সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়ে গেছে "প্রিকশন বা বুস্টার ডোজ" দেওয়ার প্রস্তুতি।
ফের পরিবর্তিত হলো কাঁচরাপাড়া পৌরসভার লকডাউন এর দিনগুলি
প্রতিদিন বেড়ে চলা করোনার গ্রাফে আগাম সর্তকতা আন্টি কেন্দ্রে তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, স্বাস্থ্যকর্মীরা, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, কোমবিডিটি রয়েছে এমন ৬০ বছরের ওপরে যাদের বয়স ও যারা দুটি ডোজ নিয়েছেন তারা বুস্টার ডোজের জন্য সরাসরি যোগ্য বলে বিবেচিত হবে।
ভারত-চীন সীমান্ত বিরোধে বেইজিংকে সতর্ক করল আমেরিকা
সে ক্ষেত্রে তারা সরাসরি এ্যাপোয়মেন্ট বুক করতে পারেন অথবা কোন টিকাকরণ কেন্দ্রে চলে যেতে পারেন। তবে এই টিকাকরণ জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। যা আজ থেকে রাজ্যের বারাসাত জেলা হাসপাতাল এ প্রবীনদের জন্য খুলে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই টিকাকরণ এর কাজ।