ক্ষমা চেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা কাঁচরাপাড়ার এক ব্যক্তির

A-man-from-Kanchrapara-tried-to-commit-suicide-by-asking-for-forgiveness


প্রতিনিধি : চুরি করার অপরাধে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়ার চিঠি লিখে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো কাঁচরাপাড়া মিলন নগর এলাকার রাম সরকার নামের এক বাসিন্দা। তার পরিবার সূত্রে খবর, পেশায় রংমিস্ত্রির কাজ করেন রাম সরকার। সম্প্রতি তার বিরুদ্ধে চুরির বদনাম নিয়ে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টাকার বিনিময়ে স্কুল কমিটিতে সরকারি প্রতিনিধি করার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

জানা গিয়েছে, রাম সরকারের কাকার ছেলে লক্ষণ সরকার বেশ কয়েকদিন আগে চুরির বদনাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগ পেয়ে পুলিশ এসে তুলে নিয়ে যায় রাম সরকারকে। চুরি প্রমাণ না হওয়ায় পুলিশের তরফ থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকেই কাকার ছেলেরা দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ পরিবারের। কিন্তু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাম সরকার। তার লেখা একটি সুসাইট নোটও উদ্ধার করেছে পুলিশ।

ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ ইউনিটের পক্ষ থেকে মৌন মিছিল

তিনি লেখেন তার মৃত্যুর জন্য দায়ী কারা এবং নিজের সংসারের ছাদ ভেঙ্গে পড়ার কথা উল্লেখ করেছেন তিনি। তিনি জানান নিজের স্ত্রী ১০ বছরের ছেলেকে নিয়ে পথে বসতে পারে তার এই সিদ্ধান্তে। অবশেষে বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে রাম সরকার কল্যাণী জেএনএম হসপিটাল এর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদিও তদন্তে নেমে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বীজপুর থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post