২৫ শে পা তৃণমূল কংগ্রেসের

25th-years-at-Trinamool-Congress


রিয়া গিরি : বর্ষবরণের দিনে ২৫ শে পা তৃণমূল কংগ্রেসের। সামনে রয়েছে বড় লড়াই আর তার দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই এই বর্ষবরণের দিনেই এ রাজ্যসহ দেশের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গুলিতে । 

নতুন বছরের শুরুতে দলের প্রতিষ্ঠা দিবসে নতুন' লড়াইয়ের শপথ নিতে চায় তৃণমূল কংগ্রেস। ২৪ বছর ধরে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের ইতিহাস এই দিন সকলেই মনে করে ফেললেন। তার পাশাপাশি কর্মী-সমর্থকদের বলিদানের ইতিহাসও চর্চিত হয়।

বুনিয়াদপুরে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কর্মীরাই দলের সম্পদ। সে প্রসঙ্গে অবশ্য তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন কর্মীদের লড়াইয়ের মানুষের সমর্থন নিয়ে একটার পর একটা রাস্তা পেরিয়ে জোড়া ফুল আজ মহীরুহে পরিণত হয়েছে।

এই বিশেষ দিনে দলনেত্রী কোন বার্তা দেবেন কিনা তা এখন ও পর্যন্ত প্রকাশ্যে আসে নি । এইবার তাকে ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীরা আগাম প্রস্তুতিতে নেমে পড়েছেন।

দলীয় পতাকা উত্তোলন ছাড়াও এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাছাড়া ও দুস্থদের শীতবস্ত্র খাবার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা মাধ্যমে তৃণমূলের কার্যালয় গুলিতে আজ পালন করা হয়েছিল তৃণমূলের ২৫  তম জন্মদিন।

Post a Comment

Previous Post Next Post