ভুয়ো চেক দিয়ে টাকা তুলতে এসে ধৃত মহিলা সহ এক ব্যক্তি

A-man-with-a-woman-who-came-to-collect-money-with-a-fake-check

প্রতিনিধি : প্রতি নিয়ত হওয়া ব্যাংকের কালোবাজারি রুখতে আর বি আই থেকে গ্রাহকদের বিভিন্ন মাধ্যমে সচেতন করা হচ্ছে। তারই পাশাপাশি চালু করা হয়েছে কয়েকটি করা নিয়মও। তারই মাঝে ভুয়ো চেক দিয়ে টাকা তুলতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন এক মহিলাসহ ব্যক্তি। ঘটনাটি বীজপুর থানার শ্যামনগর সাহেব বাগানের ঘটনা। পুলিশ ধৃতদের আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, শ্যামনগর সাহেব বাগানের দুই বাসিন্দা রাজারহাট গোপালপুর পঞ্চায়েতে জাল চেক নিয়ে ১৫ লক্ষ টাকা তুলতে এসে হাতেনাতে ধরা পড়ে যায়। অভিযুক্ত মহিলার নাম শ্রীপর্ণা ঘোষ গাঙ্গুলী। বাড়ি  কল্যাণী বি ১ ব্লকে এবং অপরজনের নাম শান্তনু চক্রবর্তী। যিনি শ্যামনগর সাহেব বাগানের বাসিন্দা।

বুধবার ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় পঞ্চায়েত অফিসে। সাথে সাথেই খবর দেওয়া হয় বীজপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে অভিযুক্তদের। বীজপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তদের ৪২০/৪৬৭/৪৬৮/১২০বি ধারায় মামলা রুজু করে। অভিযুক্তদের বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

Post a Comment

Previous Post Next Post