প্রতিনিধি : স্বামীর মারে গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার কাউগাছি বিবেকনগরে। মৃত গৃহবধূর নাম মিঠু ভট্টাচার্য (৪০)। স্বামীর মারের কারনেই তার মৃত্যু হয়েছে বলে পারিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে খবর, ওই মৃতা পরিচারিকার কাজ করতেন। তার স্বামী পৃথ্বীস ভট্টাচার্য্য ওরফে বাবু আগে পেশায় গাড়িচালক ছিলেন, কিন্তু ইদানীং তিনি কিছুই করতেন না। প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রীকে অস্বাভাবিকভাবে মারধর করতেন।
কোভিড সংক্রমণে শিশুদের তালিকায় সর্বোচ্চে আমেরিকা
স্থানীয় সূত্রে জানা গেছে অনেকদিন ধরে অমিত দাসের বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির মালিক পরিবার নিয়ে অন্যত্র থাকতেন। গত ১৩ ডিসেম্বর বাড়ির মালিক অভিযুক্ত পৃথ্বীস ভট্টাচার্যের দরজায় ধাক্কা দিলে তিনি বলেন স্ত্রীর শরীর খারাপ। এর পরের দিনই স্ত্রীকে এম্বুলেন্সে করে তিনি চিকিৎসার জন্য সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থান্তরিত করা হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর ভর্তি না নেওয়ায় স্ত্রীকে বাড়িতে নিয়ে চলে আসেন। ইতিমধ্যে এলাকায় চাউর হতেই বৃহস্পতিবার বিকেলে পুলিশ মিঠু ভট্টাচার্য নামে ওই মহিলাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্কুল ছুট দের কাছে পরীক্ষা দিতে আসার অনুরোধ নিয়ে হাজির শিক্ষকরা
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ওই মহিলার মুখ এবং শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্বামীর অত্যাধিক মারধরের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।